শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে আইনের সংশোধন প্রয়োজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম/ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ করা ৮২টি সুপারিশ বাস্তবায়নে শ্রম আইনের সংশোধন প্রয়োজন হবে। এ সংশোধনের জন্য শ্রম মন্ত্রণালয় কাজ করছে। আইনের সংশোধন হলেই বেশিরভাগ সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল।

শফিকুল আলম বলেন, মন্ত্রণালয় নিজ থেকেই অনেকগুলো সংস্কার কাজ করেছে। এসব সংস্কার কাজের সঙ্গে শ্রম মন্ত্রণালয়, আইএলও ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী নিবিড়ভাবে কাজ করেছেন। ইতিমধ্যে অনেকগুলো সংস্কার করা হয়েছে। গত বছর ১৮ দফার একটি ত্রিপক্ষীয় সফল চুক্তি হয়েছিল। এখানে প্রতিবছর শ্রমিকদের বেতন কত করে বাড়বে সে ব্যাপারে সিদ্ধান্ত ছিল ওই চুক্তিতে।

এমইউ/এমএমকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।