ধানমণ্ডিতে ফাস্টফুডের দোকানে অগ্নিকাণ্ড
রাজধানীর ধানমণ্ডিতে একটি ফাস্টফুডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টার দিকে ধানমণ্ডি ক্লাব মাঠের কাছে ময়ূরী নামের ফাস্ট ফুডের দোকানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান, কী কারণে ওই দোকানে আগুন লেগেছে তা এখনি বলা যাচ্ছে না। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।