চলতি বছরেই কর্ণফুলিতে ট্যানেল নির্মান শুরু হবে


প্রকাশিত: ০৭:১১ এএম, ০২ জানুয়ারি ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে, প্রস্তাবিত ৩ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের ট্যানেলের নির্মাণ কাজ ২০১৫ সালের শেষ নাগাদ শুরু হবে। শুক্রবার সকালে প্রস্তাবিত ট্যানেলের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি জানান, চীন ও বাংলাদেশ সরকাররের যৌথ অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে এ ট্যানেল নির্মাণ করা হবে।

এতে মূল শহরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সরাসরি যোগাযোগ সম্ভব হবে। ট্যানেলটি এশিয়ান হাইওয়ের সঙ্গে এর সংযুক্ত থাকবে বলে উল্লেখ করেন মন্ত্রী। ট্যানেল নির্মাণে ২২ ডিসেম্বর চায়না কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।