অনুমতি পাবে না বিএনপি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৭:২১ এএম, ০২ জানুয়ারি ২০১৫

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে ৫ জানুয়ারির সমাবেশের অনুমতি দেয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির ৫ জানুয়ারির সমাবেশের বিষয়টি খতিয়ে দেখছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চার দিনব্যাপী অষ্টম হজ-ওমরা মেলার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাত্র তো ২ তারিখ। এখনো সময় আছে। বিএনপির সমাবেশের অনুমতি বিষয়ে সময় মতো জানা যাবে। এদিকে, যে কোনো মূল্যে বিএনপি ওই দিন সমাবেশ করবে’ দলটির পক্ষ থেকে এমন কথাকে আইন-শৃঙ্খলার জন্য হুমকি কিনা সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি হননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
 
এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, হাজীরা যেন দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পেতে পারেন সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। বিচ্ছিন্নভাবে হজে পাঠানোর ব্যাপারে দালাল- প্রতারকদের কথা শুনি। তবে কেউ সুনির্দিষ্টভাবে তথ্য দিলে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
 
উল্লেখ্য, ৫ জানুয়ারি `গণতন্ত্র হত্যা দিবস` পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও ২০ দলীয় জোট। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিল শাপলা চত্বর এবং নয়াপল্টন দলীয় কার্যালয় সংলগ্ন সড়কের যে কোনো স্থানে সমাবেশের অনুমতি চেয়েছে দলটি। তবে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের অনুমতি দেয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।