বাসচাপায় হেফাজত নেতা নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৮ অক্টোবর ২০২৫
টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা, ছবি: জাগো নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মো. সোহেল চৌধুরী নিহতের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি আঞ্চলিক সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) শান্তিরদ্বীপ এলাকায় বাসচাপায় সোহেল চৌধুরী নিহত হন। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে এজাহার গ্রহণে অস্বীকৃতি জানায়। এর প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধ চলছে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, ঘটনার পর হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। দায়ীদের আইনের আওতায় আনা হবে।

এমআরএএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।