রাতের আঁধারে ‘জয় বাংলা’ স্লোগান, মামলার পর গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২৫
গ্রেফতার তিনজন/ছবি:সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—পেটু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০), মোস্তাকের ছেলে আরিফ (২০) এবং আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।

এর আগে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লুঙ্গি পরা ব্যক্তি রাতের অন্ধকারে স্লোগান দিচ্ছেন—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়। পরে ভিডিওর সূত্র ধরে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে আনোয়ারা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে এজাহারনামীয় ও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

এমআরএএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।