আগুন নিয়ন্ত্রণে, দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু হবে: উপদেষ্টা বশির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

যত দ্রুত সম্ভব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের আগুন এখন আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করবো। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজ রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।

এমএমএ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।