শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট অপারেশন স্বাভাবিক আছে, জানালো বেবিচক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৫
বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কাজ চলছে/ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ড ঘটলেও সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইটার দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বা এলাকায় আমদানি করা পণ্য থাকে।

আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন
মিরপুরের অগ্নিকাণ্ড কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড: আইপিডি

বেবিচকের সহকারী পরিচালক কাউছার এক বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে বলা হয়, কার্যক্রম শেষে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

এমএমএ/একিউএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।