কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড

ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান এফবিসিসিআইয়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৯ অক্টোবর ২০২৫
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান এফবিসিসিআইয়ের/ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এফবিসিসিআই এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, এই অগ্নিকাণ্ডে বহু আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে এফবিসিসিআই আশা প্রকাশ করছে।

ইএআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।