মতিঝিলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৮ এএম, ২০ অক্টোবর ২০২৫
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. রুবেল (৪৯)। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের ছেলে অনিক জানান, তার বাবা সাত বছর সৌদিতে ছিল। বাংলাদেশে আসার পর থেকে অটোরিকশা চালাতেন। ফকিরাপুলের কাঁচাবাজার কোমর গলির ভেতরে তার সৎ চাচা রনি তার বাবাকে ছুরিকাঘাত করেন।

নিহত রুবেল মুন্সীগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার আব্দুল আজিজের সন্তান। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।