চট্টগ্রামে ৮০ তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে বিভিন্ন ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৯ অক্টোবর) ব্যাংকের চট্টগ্রাম অফিসের কনফারেন্স রুমে দিনব্যাপী এক আর্থিক সাক্ষরতা বৃদ্ধি কর্মশালার মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উৎযাপনে ‘গ্রাহক সেবা পক্ষ’ কর্মসূচির আওতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এ অফিসের পরিচালক (পরিদর্শন) মোহাম্মদ আশিকুর রহমান, পরিচালক (বৈদেশিক মুদ্রা) মো. আরিফুজ্জামান, পরিচালক (ব্যাংকিং) স্বরুপ কুমার চৌধুরী ও প্রধান কার্যালয়ের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসীন।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের ৭ শতাংশ হারে সিএসএসএমই ঋণ, ক্রেডিট গ্যারান্টি স্কিম, নতুন উদ্যোক্তাদের জন্য ৭ শতাংশ হারে বিশেষ অর্থায়ন সুবিধা, নারী উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ সুবিধা, ৪ শতাংশ সুদে উদ্ভাবনী, সৃজনশীল ও প্রযুক্তি সমৃদ্ধ স্টার্ট আপ উদ্যোগের জন্য বিশেষ তহবিল সুবিধা, ৭ শতাংশ সুদে কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য ঋণ সুবিধা এবং ইসলামী শরিয়াহ্ভিক্তিক তহবিল থেকে বিনিয়োগ সুবিধা গ্রহণের বিষয়ে বিভিন্ন ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৮০ জন তরুণ উদ্যোক্তার মধ্যে ধারণা এবং নতুন উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।

jagonews24

মকবুল হোসেন বলেন, এ কর্মশালা পুঁজির অভাবে ব্যবসা করতে না পারা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এতে বেকারত্ব হ্রাস পাবে এবং উৎপাদন বৃদ্ধির ফলে আমদানিনির্ভরতা কমবে।

পরিচালক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (এইচআরডি) ফিরোজ মাহমুদ ইসলাম। পরে পরিচালক ইকবাল মহসীন ও অতিরিক্ত পরিচালক (এফআইডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা, সিএমএসএমই ও বিভিন্ন ঋণ এবং বিনিয়োগ সুবিধা বিষয়ে আলোচনা করা হয়।

সবশেষে নানান সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।