জুলাই সনদ

বাস্তবায়নের রূপরেখা তৈরিতে বিশেষজ্ঞদের সহায়তা নেয় ঐক্য কমিশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে ঐকমত্য কমিশন ছয় সদস্যের বিশেষজ্ঞ দলের সহযোগিতা নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, রূপরেখা তৈরিতে অন্তর্ভুক্ত ছিলেন দুজন সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী ও একজন আইনের শিক্ষক। আইনি ভিত্তি প্রদান বাস্তবায়নের রূপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে তারা এ বিশেষজ্ঞ দলের সহযোগিতা ও সাহায্য নিয়েছেন।

রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত এবং কমিশন সদস্যদের অভিজ্ঞতা ও আন্তরিকতার প্রেক্ষাপটে সুপারিশগুলো তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

এমইউ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।