মাদক সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৬ জুন ২০১৬
ফাইল ছবি

মাদক সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মাদক সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, মসজিদের ইমাম, পিতা-মাতা, অভিবাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আরো এগিয়ে আসার আহ্বান জানাই।’

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে জেনে খুশি হন এবং এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ক্রোড়পত্র ও স্যুভেনির প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। মাদকের চোরাচালান ও অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করা বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।

তিনি বলেন, ‘আমরা এ সংক্রান্ত আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করেছি। মাদক অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছি। মাদক অপরাধ দমনের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও মাদকের চাহিদা হ্রাসে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির ক্ষেত্রেও আমাদের সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।’

মাদকাসক্তির প্রধান শিকার তরুণ ও যুব সমাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, নেশার কবলে পড়ে লাখ লাখ তরুণ কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে ফেলে, যা যেকোনো দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সুস্থ ও সুন্দর পারিবারিক পরিবেশ, মা-বাবা, আত্মীয়-স্বজনের দায়িত্বশীল আচরণ, যত্ন, সহানুভূতি এবং ধর্মীয় অনুশাসন মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পারে।

তিনি বলেন, মাদকাসক্তিমুক্ত পরিবেশে তরুণদের মেধা ও সৃষ্টিশীলতাকে লালন করতে তার সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাদকবিরোধী কমিটি গঠন এবং মাদকবিরোধী সুনির্দিষ্ট কর্মসূচি পালনের নির্দশনা দিয়ে সরকারি আদেশ জারি করেছে।

এ দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।