বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় যুদ্ধাহতদের পারস্পরিক সফর

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত সফর করেছেন দুই দেশের প্রতিনিধিরা

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগকে স্মরণ করে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের পারস্পরিক সফর।

এ উপলক্ষে বাংলাদেশে বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর আটজন যুদ্ধাহত ও দুজন কর্মকর্তা ঢাকায় এসেছেন।

একই সময়ে বিজয় দিবস উদযাপনে অংশ নিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আটজন বীর মুক্তিযোদ্ধা ও দুজন কর্মকর্তা ১৪ ডিসেম্বর কলকাতায় পৌঁছেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, এই সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনীর যুদ্ধাহত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

jagonews24

মুক্তিযুদ্ধকালে এসব ভারতীয় কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। একইভাবে, ঢাকায় অবস্থানরত ভারতীয় প্রতিনিধিদলও বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, এই পারস্পরিক সফরসমূহ বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতের যুদ্ধাহতদের জন্য দুই দেশের মধ্যকার অনন্য বন্ধুত্ব উদযাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে।

পাশাপাশি, এটি মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন করে জাগ্রত করে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য দখলদারিত্ব, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ আত্মত্যাগের প্রতীক।

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।