রাজধানীতে ২২ পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর গেন্ডারিয়ায় ২২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। সোমবার সকাল ৭টায় বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে স্বামীবাগের মুন্সীরটেক এলাকার একটি বাড়ির পাশ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে আমরা খবর পেয়েছি। তবে কারা সেগুলো রেখেছিল তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই শফিকুল।