নেতাকর্মীদের উপর পেপার স্প্রে
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গেইটে নেতাকর্মীদের উপর পেপার স্প্রে করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী পেপার স্প্রের শিকার হয়েছেন। সোমবার বিকেল ৩ টা ৩৯ মিনিটে দিকে গুলশানে বিএনপির কার্যালয়ের মুল গেটে এ ঘটনা ঘটে।
খালেদা জিয়া গাড়িতে করে কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশি বাধা থাকায় তিনি বের হতে পারেননি। এর প্রতিবাদে খালেদা জিয়ার সঙ্গে থাকা মহিলা দলের কর্মীরা স্লোগান দিয়ে গেট ধাক্কাতে থাকে। এ সময় পুলিশ তাদের দিকে পেপার স্প্রে নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের নিক্ষিপ্ত ওই পেপার স্প্রেতে মহিলা দলের সদস্যরা ছাড়াও কমপক্ষে পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন। এসব সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন।