এক বছরে ভালো কাজ করেছি : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫

সরকার গত এক বছরে ভালো কাজ করেছে। আগামীতে আরও ভালো করতে হবে। নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গত এক বছরে সরকারের কাজের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। এসময় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নতুন বছরের শুভেচ্ছা জানান।

সোমবার সকাল ১১টার কিছু আগে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন।

প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেলা ১২টায় সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। বৈঠকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন ২০১৫`র চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি।

সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে খসড়াটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি মূলত বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এ্যাক্ট-১৯৭৪ এর আপডেটেড বাংলা ভার্সন। নতুন আইনে বিগত দিনের সকল সংশোধনী ও অধ্যাদেশ সন্নিবেশিত হবে।

বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদের এক সদস্য বলেন, প্রধানমন্ত্রী খুবই রিলাক্স মুডে ছিলেন। তিনি তাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামীতে আরো ভালোভাবে কাজ করতে বলেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে দ্রুত গতিতে পদ্মা সেতুর কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে এক সদস্য জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।