পুলিশ বাহিনীকে আরো দক্ষ করতে সুপারিশ


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

পুলিশ বাহিনীকে আরো দক্ষ করে গড়ে তুলতে এ বাহিনীর জনবল বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জাম ও যানবাহন ক্রয়ের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটিতি সভাপতি টিপু মুন্সি।

বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন ও যানবাহন সমস্যা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চাহিদার বিপরীতে জনবল স্বল্পতা নিরসন এবং মাদকের ভয়াবহতা রোধে সর্বাধিক প্রচার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া আইন অমান্য করে রাস্তায় যানবাহন চলাচল এবং ভিআইপি হর্ন ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপের সুপারিশ করা হয়। পাশাপাশি কমিটি গাড়িতে অবৈধভাবে সংসদ সদস্যের স্টিকার ব্যবহারকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।