গোবিন্দ হালদারের মৃত্যুতে মন্ত্রীসভায় শোক


প্রকাশিত: ০৭:১৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

প্রখ্যাত গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রীসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ শোক গ্রহণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি শনিবার সকালে কলকাতার কাঁকরগাছীতে মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ হালদার। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লেফট রাইট লেফট রাইট, হুঁশিয়ার হুঁশিয়ার, পদ্মা মেঘনা যমুনা, চলো বীর সৈনিক, হুঁশিয়ার, হুঁশিয়ার বাংলার মাটি অন্যতম।

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার সেসব গান শুনে অনুপ্রাণিত হয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধা।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।