মঙ্গলবার আসাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে ছাত্রলীগ


প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ জানুয়ারি ২০১৫

আগামীকাল মঙ্গলবার শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব বিরোধী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচির নেতৃত্ব দিতে গিয়ে আসাদ ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন।

তার মৃত্যুতে এই আন্দোলন গণজাগরণ ও পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সংলগ্ন তার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।