এবার ২০ হাজার টাকায় সৌদি আরব!


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৫

এবার মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবেন বাংলাদেশি শ্রমিকরা।  প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। রিয়াদে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। গভার্নমেন্ট টু গভার্নমেন্ট - জি টু জি- প্রক্রিয়ায় এ শ্রমিক নেয়া হবে। এ ব্যাপারে চলতি মাসেই একটি সৌদি প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানান মন্ত্রী।

এসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি-জামাত জোট বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রুখে দিতে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সুষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।