মহাখালীতে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৫


প্রকাশিত: ০২:৩৬ এএম, ২১ জানুয়ারি ২০১৫

রাজধানীর মহাখালী থেকে বোমা তৈরির সরঞ্জামসহ বনানী থানা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে মহাখালীর টিভিগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় পুলিশ ১৩০টি ককটেল, এক কেজি গান পাউডার, দুই লিটার পেট্রোল, তিন কেজি লোহার কাঁটা ও ১০টি স্কচটেপ উদ্ধার করে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।