যাত্রাবাড়ীতে মাদ্রাসায় পুলিশি অভিযান, আটক ৩০

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আকস্মিক অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত অভিযান চলে।
রাজধানীর ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুস্তাক আহমেদ বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় নাকশতার পরিকল্পনা এবং বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে সহিংসতার তথ্য ছিল পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতেই ওই মাদ্রাসায় তল্লাশি চালানো হয় বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ব্যানার, লিফলেট ও ছাত্রশিবিরের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। তাদেরকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।