পেট্রল বোমাসহ ছাত্রদলের দুই নেতাকে গণপিটুনি


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই নেতাকে পেট্রল বোমাসহ জনতা আটক করে গণপিটুনি দিয়েছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই নেতাকে রাজধানীর চকবাজারের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের সামনে থেকে পেট্রল বোমাসহ আটক করে জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক পেট্রল বোমা নিয়ে একটি বাসে মারতে গেলে জনগণ তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এক পর্যায়ে জনগণ গণপিটুনি দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়। চকবাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে চকবাজার থানা পুলিশের এসআই শওকত আকবর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গণপিটুনির শিকার দুই ছাত্র হলেন শাহাদাত (২৫) ও গোলাম কিবরিয়া (২৪)। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র। শাহাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।