নিজামীর যুদ্ধাপরাধ মামলার আপিল কার্যতালিকায়
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগে বিচারাধীন আপিল কার্যতালিকায় এসেছে।
একইসঙ্গে জামায়াতের আরেক শীর্ষ নেতা গোলাম আযমের আপিলও এসেছে কার্যতালিকায়। তবে তিনি ইতোমধ্যে মারা যাওয়ায় আইন অনুযায়ী তার মামলা আর চলবে না বলে জানিয়েছেন আইনজীবীরা ।
প্রধান বিচারপতি এস কে সিনহার আদালতের মঙ্গলবারের কার্যতালিকায় গোলাম আযম ও নিজামীর আপিল দুটি যথাক্রমে ২ ও ৩ নম্বরে রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল মামলাটির কার্যতালিকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপিল বিভাগে বিচারাধীন যুদ্ধাপরাধ মামলাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মুজাহিদের আপিল। শুনানির জন্য দুই দফা মামলাটি কার্যতালিকায় এসেছিল। আপিলের দায়েরের দিক থেকে এরপর রয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল। এই মামলায় আদালতে আপিলের সার সংক্ষেপ জমা হয়েছে।
এরপরই রয়েছে নিজামীর মামলা। গত ২৩ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই যুদ্ধাপরাধী আপিল করেন। এই মামলায় আপিলের সার সংক্ষেপ জমা দেওয়া সংক্রান্ত বিষয়ে আদেশ দিতেই বিষয়টি কার্যতালিকায় এসেছে বলে ধারণা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল।
নিজামীর পরে রয়েছে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল। যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তারও মৃত্যুদণ্ড হয়েছে।
উল্লেখ্য, একাত্তরে যুদ্ধাপরাধের জন্য ৯০ বছরের দণ্ড ভোগের মধ্যে গোলাম আযম গত ২৩ অক্টোবর মারা যান।
এসআরজে/