ঝটিকা সফরে ডিবি কার্যালয়ে এফবিআই
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় অবস্থান করা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রতিনিধি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় পরিদর্শন করেছেন।
রোববার ১৫ মিনিটের এক ঝটিকা ওই সফর করে এফবিআই প্রতিনিধি দলটি। ডিএমপি পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ইফতেফারুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।
চার সদস্যের এফবিআই প্রতিনিধি দল বেলা ১১টা ৩৮ মিনিট থেকে ১১টা ৫২ মিনিট পর্য্ন্ত ডিবি কার্যালয়ে অবস্থান করেন বলে তিনি জানান।
জেইউ/এসএইচএ/বিএ/এমএস