যুক্তরাষ্ট্রে কনস্যুলেট জেনারেলে প্রথম সচিবের মেয়াদ বৃদ্ধি


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৮ মার্চ ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে প্রথম সচিব পদে চৌধুরী সুলতানা পারভীনের চুক্তির মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার পদে নিয়োজিত মো. ফজলুল কবিরে চুক্তির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয়েছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত সোহরাব উদ্দীন মণ্ডলের চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে। তথ্য অধিদপ্তরের তথ্য অফিসার মামুন হাসানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রডিউসার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।