শাহজালালে ২ কোটি টাকার ওষুধ জব্দ


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৬ মার্চ ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০৮ কেজি বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যার বাজার দর প্রায় ২ কোটি টাকা। অবৈধ এই ওষুধগুলো মিশর থেকে আনা হচ্ছিল।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।

তিনি জাগোনিউজকে বলেন, আমদানিনীতি ভঙ্গ করে ওষুধগুলো আনা হয়েছে। হৃদরোগ, ব্যথানাশক, মাইগ্রেন ব্যথা, রক্তচাপ সংক্রান্ত, গর্ভজনিত ও চর্মজনিত রোগের চিকিৎসায় ওষুধগুলো ব্যবহৃত হয়।

তিনি আরও জানান, মিশর থেকে আসা ইওয়াই-২৫৮ এর একটি নিয়মিত প্লাইট থেকে ওষুধগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেইউ/আরএস/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।