পরীক্ষামূলক উৎপাদনে শাহজালাল সার কারখানা


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৯ মার্চ ২০১৫

দেশের সর্ববৃহৎ সার কারখানা সিলেটের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি আগামি মে মাস থেকে পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে । এতে বরাদ্দকৃত ৫ হাজার ৪শ’ কোটি টাকার মধ্যে অন্তত ৫`শ কোটি টাকা বেঁচে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

দেশের ইউরিয়ার সারের চাহিদার ২০ ভাগ যোগানের লক্ষ্য নিয়ে আগামী জুন মাসে এই সার কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

দৈনিক এক হাজার ৭`শ ৬০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৮১ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে ২০১২ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সার কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

চীনরে সহযোগিতায় এই সার কারখানার ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪`শ কোটি টাকা। এতে চীন সরকার দিচ্ছে ৪ হাজার কোটি টাকা।

শাহজালাল সার কারখানার প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, `এটি দেশের সবচেয়ে বৃহৎ সার কারখানা। পদ্মা সেতু প্রকল্পের পর সরকারের নিকট এটি বড় প্রকল্প।`

৩৮ মাসের মধ্যে কাজ শেষ করার সময় সীমা নির্ধারণ করে চীনা কোম্পানির সাথে চুক্তি করা হয় ২০১২ সালের ১৬ এপ্রিল। আগামী জুনের শেষে এই কারখানার উদ্বোধন করার কথা রয়েছে বলে জানালেন শিল্প সচিব।

শিল্প সচিব মোশারফ হোসেন ভূঁইয়া জানান, `সমস্ত নির্মাণ কাজ শেষ। আমরা নির্ধারিত সময়েই এর উদ্বোধন করে ফেলবো।`

এদিকে, রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতার মাঝেও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিল্পমন্ত্রী।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।