নিউমোনিয়ার টিকা চালু হচ্ছে আজ


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২১ মার্চ ২০১৫

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে নিউমোনিয়ার টিকা। পাশাপাশি পোলিওর টিকায় আনা হচ্ছে পরিবর্তন। মুখে খাওয়ানোর টিকার পরিবর্তে যোগ হচ্ছে পোলিওর ইনজেকশন। এতে সুফল পাবে দেশের ৩০ লাখ শিশু।

বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। পাঁচ বছরের নিচে মারা যাওয়া মোট শিশুর এক-পঞ্চমাংশ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এ রোগের টিকা চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই সরকারের পরিকল্পনায় ছিল। এ পরিকল্পনার অংশ হিসাবে ২০১৩ সালে দেশে টিকা সংরক্ষণের সক্ষমতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়।

বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা দিয়ে আসা দ্যা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি), ইউনিসেফ, বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (জিপিইআই) শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছে, নিউমোনিয়ার টিকা ও পোলিও টিকার ইনজেকশন চালু হলে বাংলাদেশের ৩০ লাখ শিশু এর সুফল পাবে।

এদিকে ২০১৮ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল পরিকল্পনার অংশ হিসাবে পোলিও টিকার ইনজেকশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে গতবছরই পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এ অবস্থা ধরে রাখার জন্য টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।