আজ বিশ্ব পানি দিবস
আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘পানি-শক্তির সুষ্ঠু ব্যবস্থাপনাই স্থায়িত্বশীল উন্নয়নের ভিত্তি’। ১৯৯৩ সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব পানি দিবস (ইংরেজি: World Day for Water বা World Water Day) হিসেবে ঘোষণা করে।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব পানি দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ কিংবা জীবজন্তু এমনকি কোনো উদ্ভিদও বাঁচতে পারে না। পানির গুরুত্ব অনুধাবন করে প্রতি বছর পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হবে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) গতকাল ‘পানি সম্পদ সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে।
পবার নির্বাহী সদস্য প্রকৌশলী তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সম্পাদক ও ঢাকা সিটি কলেজের অধ্যাপক ড. মশিউর রহমান।
অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, পবার সম্পাদক মনজুর হাসান দিলু, পবার সহসম্পাদক স্থপতি শাহীন আজিজ, পিসের মহাসচিব ইফমা হোসাইন, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, আইইডির সমন্বয়কারী তারিক হাসান মিঠুল প্রমুখ।
বিএ/আরআইপি