পরিচ্ছন্নতা অভিযান ২০ জানুয়ারি

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগান সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা ক্লিন ২০ জানুয়ারি পরিচ্ছন্ন অভিযান এবং রোড শো’র আয়োজন করতে যাচ্ছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।
এদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার এবং রোড শো করবেন সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, রাজধানীতে রাস্তা এবং এর চারপাশ আবর্জনায় ঢাকা। নলসমূহ আবর্জনায় ভরে যাচ্ছে। সাধারণ মানুষের ভিতর এ ব্যাপারে কোনো সচেতনতা নেই। এ সচেতনতা তৈরিকেই মূল মন্ত্র হিসেবে নিয়ে ঢাকা ক্লিন এ পদক্ষেপ নিয়েছে। যার প্রধান লক্ষ্য উন্মুক্ত এবং যত্রতত্র ময়লা ফেলার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ক্লিন’র প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন, সংগঠনের সদস্য রাকিবুল হাসান নোমান, বাদশা ফয়সাল প্রমুখ।
এএস/এএইচ/এমএস