কান্নার রোল পড়েছে ইজতেমার আখেরি মোনাজাতে


প্রকাশিত: ০৫:১৪ এএম, ২২ জানুয়ারি ২০১৭

আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, বিশ্ব মুসলিম উম্মাহর ইহকালে হেদায়েত ও শান্তি প্রার্থনা, রহমত, মাগফেরাত, নাজাত, ঐক্য এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় শুরু হয়েছে ৫২ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।

রোববার বেলা ১১টা ১২ মিনিতে ইজতেমা ময়দানে এ মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করছেন তাবলীগ জামাতের দিল্লিস্থ মারকাজের শুরা সদস্য, ইসলামি চিন্তাবিদ বিশ্ব মাওলানা সাদ কান্ধলভী।

এতে লাখো মুসল্লির গগন বিদারি কান্নায় প্রকম্পিত হয়ে উঠেছে তুরাগ তীর। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে কান্নার রোল পড়ে গেছে তুরাগ তীরে। অশেষ মহিমায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন মুসল্লিরা। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া দ্বিতীয় পর্বের তিনদিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।

জেইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।