প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন ইমরুল কায়েস


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত) এম এম ইমরুল কায়েসকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ রোববার প্রেষণে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনু বিভাগের উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, চারজন উপ-প্রেস সচিব ও একজন সহকারী প্রেস সচিব রয়েছেন।

এমইউএইচ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।