দেশের ১৩৮ রেল স্টেশন বন্ধ : রেলমন্ত্রী


প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশে মোট ৪৫৯ রেল স্টেশন আছে। তবে জনবল সংকটের কারণে ১৩৮ স্টেশনের কার্যক্রম আংশিক/সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সোমবার জাতীয় সংসদে বেগম পিন খানের (মহিলা আসন-২৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।  

রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্টেশনে পদায়ন করা হয়েছে। বাকি ১২৮ জনের প্রশিক্ষণ এপ্রিলে শেষ হবে।  

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।