মুক্তিযুদ্ধ নিয়ে ১০ খণ্ডের জ্ঞানকোষ


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৮ মার্চ ২০১৫

এশিয়াটিক সোসাইটি মুক্তিযুদ্ধ নিয়ে ১০ খণ্ডের পূর্ণাঙ্গ জ্ঞানকোষ প্রকাশ করবে। জ্ঞানকোষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত ও সংশ্লিষ্ট বিষয়বলী- যেমন : পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যা, সামরিক-বেসামরিক নেতৃত্ব, নারী নির্যাতন ও বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা ইত্যাদি বিষয়ে সব তথ্য অন্তর্ভুক্ত করা হবে। ১০ খণ্ডের একই জ্ঞানকোষটি প্রকাশ করতে সময় ধরা হয়েছে তিন বছর। এজন্য ব্যয় হবে দুই কোটি ৯৮ লাখ ৩৬ হাজার টাকা। এশিয়াটিক সোসাইটি ও সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই কাজ সম্পন্ন হবে।

শুক্রবার এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে আয়োজিত মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ বিষয়ে এক কর্মশালায় এই তথ্য জানানো হয়।

সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. হারুন অর রশিদ, ও অধ্যাপক ড. সাজাহান মিয়া। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ বিষয়ে মৌলিক ও বিশদ গবেষণা প্রকল্প গ্রহণ করায় এশিয়াটিক সোসাইটি ও এর সদস্যদের ধন্যবাদ জানান।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।