সিঙ্গাপুর সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এক সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন। শনিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে মন্ত্রী সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সেদেশের স্বাস্থ্য ও জনশক্তিবিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী ড. এমি খোর এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আগামী ১ এপ্রিল দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএ/আরআই