প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০১ এপ্রিল ২০১৫

সচিব কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়িট পিয়ের লারামির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

চলতি বছরের জুলাই থেকে পে-কমিশন কার্যকর করা হবে কিনা, এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের রিপোর্ট আগে আসুক। তারপর সিদ্ধান্ত।

নবনিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশ-কানাডার সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কানাডা বাংলাদেশের ভালো বন্ধু। তারা শুরু থেকেই আমাদের সঙ্গে ছিলেন। শিক্ষা ও স্বাস্থ্যসহ সব কিছুতেই কানাডা বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। কানাডা বাংলাদেশের প্রথম দাতাদেশ।

এএইচ/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।