প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নারী আটক
প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে (ডিও লেটারসহ) এক নারীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে শেরেবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জাগো নিউজকে জানান, ওই নারী নিজেকে হাসিনা বেগম দাবি করে এক ছাত্রীর ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরসহ ডিও লেটার জমা দেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে ওই নারীকে পুলিশে সোপর্দ করেন। তবে তাদের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেননি।
শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলেয়া বলেন, বর্তমানে ওই নারীকে থানা হাজতে রাখা হয়েছে।
এআর/জেএইচ/আরআইপি