৬ মার্চ জাতীয় পাট দিবস পালনের সিদ্ধান্ত
প্রতিবছর ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’ উদযাপনের ক্ষেত্রে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার বাংলাদেশ তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
সরকার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের ক্ষেত্রে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে প্রতিবছর ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ফলে প্রতিবছর ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’ পালন করা হবে।
উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।
এমইউএইচ/আরএস/আরআইপি