ভেজাল খাদ্য ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত : নাসিম


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৭ এপ্রিল ২০১৫

ভেজাল খাদ্যের ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডতুল্য শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নাসিম বলেন, মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন হলে খাদ্যে ভেজালরোধ করা সম্ভব হবে। জনগণ যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলেই খাবারে ভেজাল মেশানো বন্ধ করা সম্ভব হবে। জনসচেতনতা বাড়ালে আগামী কয়েক বছরের মধ্যে দেশে ভেজাল খাবার বলে কিছুই থাকবে না।

খাদ্য পরিদর্শকদের উদ্দেশে তিনি বলেন, যারা খাদ্যে ভেজাল মেশায় তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিন। ভেজালের বিরুদ্ধে অ্যাকশনে যেতে না পারলে চাকরি করার দরকার নাই।

দেশের উপজেলাগুলোতে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রামপর্যায়ে অবশ্যই ভালো চিকিৎসক থাকতে হবে। যতদিন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, ততদিন পর্যন্ত গ্রামে চিকিৎসক পাঠানোর উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের জেলা শহরের হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ স্থাপন করার জন্যও উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমএর মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ডেভিড ডব্লিউ ডোনার্ট প্রমুখ।

এএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।