উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : স্পিকার


প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৮ এপ্রিল ২০১৫

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে নারী পুরুষের ব্যবধান কমে আসছে। সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলেই এটা সম্ভব হচ্ছে।

শুক্রবার জার্মানির বার্লিনে ইউরোপিয়ান পাল্টামেন্টারি ফোরাম অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এবং জার্মান অল পার্টি পার্লামেন্টারিয়ানস গ্রুপ অন পপুলেশন এন্ড ডেপেলভমেন্ট আয়োজিত সেমিনারের দ্বিতীয় দিনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে হবে। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে এমন নীতিমালা গ্রহণ করতে হবে যার সাহায্যে আগামী দিনে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নীতিগত সহায়তার পাশাপাশি সামাজিক ও পারিবারিক পরিমন্ডলেও নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। নারী পুরুষের সম্মিলিত প্রয়াসেই জেন্ডার সমতা নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রজনন অধিকার ও প্রজনন স্বাস্থ্য রক্ষা, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। সরকার নারীদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ-সুবিধাসহ ডে কেয়ার সেন্টার, দুগ্ধ-মাতাদের (ল্যাক্টেটিং মাদার) প্রয়োজনীয় সুবিধা প্রদানসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে চলেছে।

প্যানেল বক্তাগণ মাতৃ ও শিশুমৃত্যুহার হ্রাস এবং প্রজনন স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্লডিয়া রোথ এমপি দুইদিন ব্যাপী এ কনফারেন্সের উদ্বোধন করেন।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।