চালু হচ্ছে ঢাকা সিলেট-শিলং গৌহাটি রুটে বাস সার্ভিস
ঢাকা-কলকাতার পর এবার ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি সড়কে চালু হচ্ছে বাস সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামী ২ মে পরীক্ষামূলকভাবে এ সার্ভিস চালু হবে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো বাস চলাচলের ক্ষেত্রে আনুষঙ্গিক বেশ কিছু কাজ বাকি রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেট ও আসামের শিলং হয়ে গৌহাটি পর্যন্ত বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে দুই দেশের সরকার। এরই অংশ হিসেবে গত ২২ ফেব্রæয়ারি সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে পরীক্ষামূলক বাস সার্ভিস চালু করার। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারকে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে ২ মে পরীক্ষামূলকভাবে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক বাস সার্ভিস চালুর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
এদিকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিআরটিসি পরীক্ষামূলক বাস সার্ভিস চালুর কর্মপরিকল্পনা প্রস্তুত করবে। একই সঙ্গে বিধি-মোতাবেক ২৬ থেকে ৩০ সিটের মিনিবাস অপারেটর নিয়োগের কার্যক্রম গ্রহণ করবে। যেসব বাস চলাচল করবে সেগুলোতে ওয়াই-ফাই ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম স্থাপন করা হবে।
সূত্র জানায়, ইতিমধ্যে বিআরটিসি সব সিস্টেম নিশ্চিত করে তাদের মিনিবাস প্রস্তুত রেখেছে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড তামাবিল পয়েন্টে প্রয়োজন অনুযায়ী ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা বৃদ্ধি করবে। আর সড়ক ও জনপথ অধিদফতর সিলেট-তামাবিল মহাসড়ক অংশের সড়ক সংস্কারের কাজ এক মাসের মধ্যে শেষ করবে। তামাবিল সীমান্ত পয়েন্টে ব্যাংকের শাখা বা বুথ স্থাপনে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছিল, ৭ এপ্রিলের মধ্যে গৃহীত ব্যবস্থার বিষয়ে প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে তাদের মতামত জানাবে।
সড়ক পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বাস সার্ভিস চালুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে ২ মে পরীক্ষামূলক বাস চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এখনো তাদের মতামত দেয়নি। এ জন্য ১২ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ১৬ এপ্রিলের মধ্যে মতামত দিতে তাগাদাপত্র দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এএইচ/এমএস