আইপিইউ সম্মেলন : বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা বলয়


প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৯ মার্চ ২০১৭

ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বাড়তি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরে শুধুমাত্র যাত্রীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। তাদের সঙ্গে থাকা স্বজন বা দর্শনার্থীদের প্রধান সড়কের পরে যেতে দেয়া হচ্ছে না। ফলে বুধবার অনেক প্রবাসী ও বিদেশমুখী যাত্রীকে মাথা ও ঘাড়ে করে লাগেজ বহন করে টার্মিনালের দিকে দৌড়াতে দেখা গেছে।

বেলা ১২টায় আর্মড পুলিশের বেষ্টনী অতিক্রম করে বড় দুটি লাগেজ মাথায় নিয়ে হাঁফাতে হাঁফাতে বিমানবন্দরের দিকে এগুচ্ছিলেন হেমায়েতপুর থেকে আসা কুয়েতগামী জুলহাস (২৮)। ভারী দুটি লাগেজ নিয়ে প্রধান সড়ক থেকে কীভাবে টার্মিনালে যাবেন বুঝতে পারছিলেন না।
bbজাগো নিউজকে জুলহাস বলেন, জানি না কী কারণে আমাকে সিএনজি থেকে নামিয়ে দেয়া হলো। কার কোন অপরাধের শাস্তি জানি আমাদের পোহাতে হচ্ছে।

বুধবার সারাদিন জুলহাসের মতো অনেক যাত্রী নিরাপত্তার নামে চালানো এমন তৎপরতাকে অমানবিক বলে আখ্যায়িত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসসানুল গনি চৌধুরী জাগো নিউজকে বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন উপলক্ষে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আমরা বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছি। বন্দরের সবদিক ও বিভাগে বাড়তি লোকবল বাড়ানো হয়েছে। আগমনী ও আন্তর্জাতিক বহির্গমন হল দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
bbতিনি বলেন, আইপিইউয়ের ১৩৬তম সম্মেলন শেষে আবারও এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। আইপিইউ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিথিরা নিরাপদে ফিরে যাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।

এদিকে আইপিইউয়ের ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শাহজালাল বিমানবন্দরে গ্রাইন্ড হ্যান্ডেলিং সেবায় মানোন্নয়ন করা হয়েছে। উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে বিমানবন্দরের অভ্যন্তরে বেশকিছু গ্রাউন্ড হ্যান্ডেলিং ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গ বলতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকির মেরাজ জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের  সম্মেলন উপলক্ষে আগত ভিআইপি অতিথিদের উন্নত সেবা দেয়ার উদ্দেশ্যে বিমান বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে। কুইক সার্ভিসের অংশ হিসেবে ১৭ মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বসানো হয়েছে হেল্প ডেস্ক। বাড়ানো হয়েছে কাইন্টার সংখ্যা। এছাড়া সব ফ্লাইট অনটাইম ডিপার্চারের বিষয়ে নির্দেশনা রয়েছে।
bbউল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। আয়োজক দেশ হিসেবে এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের সম্মেলনের থিম বা মূল প্রতিপাদ্য হলো- ‘সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন’।

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১-৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে ঢাকায় আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।