২১ এপ্রিল : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:১২ পিএম, ২১ এপ্রিল ২০১৫

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি : গুলি ও বোমায় নিহত ৮
সাভারের আশুলিয়া কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে (বিসিবিএল) একদল ডাকাতের গুলি ও বোমার আঘাতে ব্যাংক ম্যানেজারসহ ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খালেদার গাড়িবহরে আবারও হামলা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ফকিরাপুল মোড় অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

ইয়েমেন থেকে দেশে ফিরলেন আরও ১৩৬ জন
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে জিবুতি থেকে বাংলাদেশিদের বহনকারী বিমানটি মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা ৩৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দরে অবতরণ করে।

সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ১
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে আটকের দাবি করেছেন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জাগো নিউজকে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, তেজগাঁও থানায় বিএনপির মামলা
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছে বিএনপি।

খালেদার গাড়িবহরে হামলা, মামলা করলো আওয়ামী লীগ নেতা
রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছেন আওয়ামী লীগ।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ কর্মকর্তা ও বিএনপি নেতা-কর্মীদের আসামি করে এই মামলা দায়ের করেছেন ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু।

সরকার উন্মাদ হয়ে আমার ওপর গুলি চালিয়েছে : খালেদা
সিটি কর্পােরেমন নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার উন্মাদ হয়ে গাড়িবহরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে মঙ্গলবার রাতে রাজধানীর শান্তিনগরে এক পথসভায় একথা বলেন তিনি।

খালেদার ওপর হামলাসহ ইসিতে তাবিথের ৪ অভিযোগ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলা, পোস্টার ছেঁড়া, মাইক ভাঙা ও পুলিশি হয়রানি এই চারটি লিখিত অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের কাছে এ অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে ইসির কাছে প্রতিকার চান বিএনপি সমথিত এই মেয়র প্রাথী।

খালেদার গাড়ি বহরে হামলা : আনিসুলের নিন্দা ও দুঃখ প্রকাশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

সোমবার রাত ১১টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ নিন্দা ও দুঃখ প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়ার গাড়িতে হামলায় মনজুর উদ্বেগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী এম মনজুর আলম।

ফুরফুরে মেজাজে টাইগাররা
পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ওয়ানডের আগে অনুশীলনে অনেকটা ফুরফুরে মেজাজে টাইগাররা।

মঙ্গলবার অনুশীলনে তাই ফুটবল নিয়েই মেতে উঠলেন মাশরাফিরা। মুশফিক, সাকিব, মাশরাফি, সাব্বির, সৌম্যরা যেন বনে গেলেন পেশাদার ফুটবলার। রোনালদো ভক্ত তামিমকে দেখা গেলো গোল রক্ষকের ভূমিকায়।

রানা প্লাজা ধস : এখনো নিখোঁজ ১৫৯ শ্রমিক
রানা প্লাজা ধসের দুই বছর পেরিয়ে গেলেও এখনো ১৫৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদন দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ব্র্যাক সেন্টারে এ চতুর্থ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।