খালেদার উপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা


প্রকাশিত: ০৪:৩২ এএম, ২২ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস বিফিংয়ে মুখপাত্র মেরি হার্ফ এ নিন্দা জানান। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনাসারী জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেরি হার্ফ বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে এরকম সহিসংসতার ঘটনায় আমরা কঠোর নিন্দা জানাই।

একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সিটি নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের সভা-সমাবেশ এবং নির্বাচনী প্রচার চালাতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষা করা এবং যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা জরুরি।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।