কপিরাইট ফোরামের উদ্যোগে ভিআইপি আইপি ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:২৮ এএম, ২৫ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ) এর উদ্যোগে ভিআইপি আইপি ক্যাম্প-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই ক্যাম্পে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে কপিরাইট ও মেধাস্বত্বের নানা দিক নিয়ে বক্তব্য রাছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মোশারফ হোসেন, উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ের (আপডেট) আইন উপদেষ্টা থমাস ডোহাড়টি, ব্র্যান্ড শিল্পী হামিন আহমেদ, কপিরাইট অফিসের নিবন্ধক নবীরুল ইসলাম, উদ্যোক্তা মিনহাজ আনোয়ার, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আব্দুল্লাহ আরিফ প্রমুখ।
 
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মোশারফ হোসেন বলেন, সময়ের সাথে সাথে মেধাস্বত্ব সংরক্ষণে স্রষ্টারা উদ্যোগী হচ্ছেন। সরকারি ভাবে সারা বছর পাইরেসি বন্ধে নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে।



উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, কার্টুনের মত সৃজনশীল বিষয়গুলোর মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে। কার্টুনিস্টদের সচেতন হতে হবে। কার্টুনিস্ট এখন একটি জনপ্রিয় চাকুরি ক্ষেত্র। তরুণরা চাইলে কার্টুন আঁকাকে পেশা হিসেবে নিতে পারেন।   

ব্র্যান্ড শিল্পী হামিন আহমেদ বলেন, কপিরাইট ও মেধাস্বত্ব সংরক্ষণে সচেতনতার বিকল্প নেই। পাইরেসি বন্ধে আইনের সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। সরকার উদ্যোগী হলে সবই সম্ভব।


   
কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ বলেন, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। উদ্ভাবকদের অধিকাংশই হচ্ছে তরুণ। যাদের অধিকাংশেরই আইপি সম্পর্কে ধারণা দরকার। যাতে করে এরা নিজেদের সৃষ্টিশীল কাজ রক্ষা করতে পারে এবং অন্যের কাজের প্রতি সম্মান দেখাতে পারে। এই তরুণদের বর্তমান সময়ের সাথে মেধাস্বত্বের দিক থেকে প্রস্তুত করাই এই ক্যাম্পের লক্ষ্য।  

বিসিআইপিএফ এর অনুপ্রেরণায় গঠিত ভলেন্টিয়ার ফর আইপি (ভিআইপি) প্রকল্পের আওতায় দিনব্যাপি আয়োজিত এই ক্যাম্পে সহযোগী হিসেবে ছিল কপিরাইট অফিস, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, বেসিস ও ইএমকে সেন্টার। ভিআইপি-২০১৫ ক্যাম্পের পৃষ্ঠপোষকতায় ছিল বেলিসিমো আইসক্রিম।

উল্লেখ্য, ভিআইপি আইপি ক্যাম্প কপিরাইট ফোরামের একটি উদ্যোগ। যার মাধ্যমে মেধাস্বত্ব দিবস উপলক্ষে প্রতি বছর ১০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধাস্বত্ব সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল জাগোনিউজ২৪.কম।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।