কঠিন শাস্তি দিতে হবে নাশকতাকারীদের : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:১২ এএম, ২৭ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে শুধু মামলা দিয়ে গ্রেফতার করলেই হবে না। যথাযথ বিচার করতে হবে। তাদের কঠিন শাস্তি দিতে হবে।

সোমবার দুপুরে কয়েকটি জেলার মাঠ পর্যায়ের প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে বগুড়া, সাতক্ষীরা, জয়পুরহাট, নড়াইল জেলা এবং খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে। মামলা হবে, জামিনে বের হয়ে আসবে, আবার নাশকতা করবে এটা চলতে দেওয়া যায় না।

এ সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।