ডিএমপি হেডকোয়ার্টারে বিএনপির প্রতিনিধি দল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ডিএমপি হেডকোয়ার্টারে গেছেন বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেল ৪টা ৭ মিনিটে প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে পৌঁছান।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাহউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ তালুকদার, অ্যাডভোকেট মোসলেউদ্দিন জসীম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফরুক ফারুকীসহ মোট ছয়জন।
তবে এ সময় নিরাপত্তারক্ষীরা ডিএমপি কমিশনার কার্যালয়ে নেই বলে বিএনপির প্রতিনিধি দলকে জানান।
জেইউ/বিএ/আরআইপি