৩০ এপ্রিল : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর আরো একটি সু-সংবাদ এলো বাংলাদেশের জন্য। আইসিসির র‌্যাংকিংয়ে পাকিস্তনকে পিছনে ফেলে ৮ নম্বরে ওঠে এসেছে টাইগাররা।

আইসিসির তথ্য অনুযায়ি, ৮৮ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ৮ (আট) নম্বরে অবস্থান টাইগার খ্যাত বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৭ (সাত) নম্বরে। আর ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অর্থাৎ ৯ নম্বরে রয়েছে পাকিস্তান।

শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি
মহান মে দিবস শুক্রবার। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১২৯ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিনটিতে। বাংলাদেশেও দিবসটি সরকারি ছুটি থাকে।

মাস্টারপ্ল্যান করে নগর উন্নয়ন করা হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করে নগর উন্নয়ন করা হবে। এ লক্ষে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার পল্লী জনপদ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে। বৃহস্পতিবার আইডিবিতে তিন দিনব্যাপী এক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

এলএমএল কোম্পানির নিম্নমানের পণ্যসামগ্রী বিতরণে ক্ষোভ
দেশের বিভিন্ন জায়গায় কতিপয় বহুস্তর বিপনন ব্যবস্থা বা এলএমএল কোম্পানি প্রতারণার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের পণ্যসামগ্রী বিতরণ করছে বলে প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। এ কারণে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বাণিজ্য মন্ত্রীকে এ বিষয়ে বিবৃতি দেওয়ারও সুপারিশ করেছে কমিটি।

পুঁজিবাজারের সমস্যা : বিবি ও এনবিআরের সঙ্গে আলোচনার তাগিদ
বাংলাদেশ ব্যাংক (বিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তাগিদ দিয়েছেন নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বৃহস্পতিবার পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেন। বৈঠককালে বিএসইসির চেয়ারম্যান এ তাগিদ দেন।

বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নির্বাসিত, গণতান্ত্রিক প্রথা ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। কাজেই কোনো শ্রেণি-পেশার মানুষের অধিকারই আজ আর নিশ্চিত নয়। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো মহান মে দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮ ভবনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অনুরোধ
সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকা শহরে হেলে পড়া ৮টি ভবনের হেলে পড়ার কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নিরূপণ করে আগামী ২০ মে’র মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করে কমিটিকে অবহিত করতে গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটির সভায় এ অনুরোধ জানানো হয়।

চলতি বছরই বৈষম্য নিরোধ আইন : আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ‘বৈষম্য নিরোধ আইন’ প্রণয়ন করা হবে। রাষ্ট্রের অনগ্রসর সুবিধা বঞ্চিত কিছু মানুষ রয়েছে যাদের অধিকার রক্ষার্তে আইনটি প্রণয়ন করা এখন সময়ের দাবি। তাই রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে আমরা সংবিধানের নিরিখে এই আইন প্রণয়ন করতে যাচ্ছি।

সৌদির কালো তালিকায় বাংলাদেশ
আদম পাচারের অভিযোগে সৌদি আরবের কালো তালিকায় উঠেছে বাংলাদেশের নাম। এজন্য দেশটির সরকার প্রায় এক মাস ধরে বাংলাদেশী ওমরাহ্ হজ যাত্রীদের ভিসা বন্ধ রেখেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ওমরা ভিসা নিয়ে সৌদি যাওয়া হাজারও বাংলাদেশি অবৈধভাবে পালিয়ে বেড়াচ্ছে। এদের চিহ্নিত করতে পারছে না সৌদি সরকার। ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি ট্রাভেল এজেন্সি ওমরা ভিসার নামে সৌদি আরবে আদম পাচার করছে।

দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ
ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তা মো. সহিদুল ইসলামের বিরুদ্ধে হুন্ডি ব্যবসাসহ নানা অনিয়ম-দুর্নীতির সুনির্দ্দিষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

অবশেষে বদলি হলেন বিতর্কিত ওসি আলমগীর
অবশেষে আরএমপির বোয়ালিয়া মডেল থানার বহুল আলোচিত বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে বদলি করা হলো। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশ আসে। আলমগীর হোসেনকে আরএমপি থেকে রাজশাহী রেঞ্জে বদলির আদেশ জারি করা হয়েছে।

২০১৪ সালে ৩৮১ কোটি টাকা মুনাফা করেছে জনতা ব্যাংক
২০১৪ সালে জনতা ব্যাংক নীট মুনাফা করেছে ৩৮১ কোটি টাকা। তবে উল্লেখিত বছরে ব্যাংকটির খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। ২০১৩ সালে খেলাপী ঋণের হার ছিলো ১১ দশমিক ১২ শতাংশ। ২০১৪ সালে বেড়ে দাঁড়িয়েছ ১১ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য তুলে ধরা হয়।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত পাকিস্তান
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের অংশগ্রহণ। ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী পাকিস্তানের অবস্থান তালিকার নয় নম্বরে। আর বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

শর্ত অনুযায়ী চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের আট এবং নয় নম্বর জায়গার কোনো পরিবর্তন না হলে পাকিস্তানের কপাল পুড়বে। আর খুলে যাবে বাংলাদেশের ভাগ্য।

টাইগারদের সামনে রানের পাহাড়
খুলনা টেস্টের প্রথম ইনিংসের তৃতীয় দিন শেষে টাইগারদের সামনে রানের পাহাড় গড়ে তুলেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৪৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৩৭ রান। আসাদ শফিক ৫১ আর সরফরাজ আহমেদ ৫১ রান নিয়ে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রান পেরিয়ে ২০৫ রানের লিড নিয়েছে পাকিস্তান।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।